Ajker Patrika

বেনাপোল থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা। আজ বুধবার রাতে বেনাপোলের দৌলতপুর এলাকা থেকে এ গান উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তাঁরা।

এ বিষয়ে পুটখালী বিজিবি ক্যাম্পের নায়েক তৌহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদে জানতে পারি সীমান্ত পথে ভারত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এক যুবক বাংলাদেশে প্রবেশ করবেন। এ সংবাদে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন এক যুবক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে ধাওয়া করা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ফেলে দিয়ে পালিয়ে যান তিনি। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ভারতের তৈরিকৃত দুটি ওয়ান শুটার গান পাওয়া যায়।

তৌহিদুল ইসলাম আরও বলেন, উদ্ধারকৃত গান দুটি বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত