কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে ছুরি ধরে এক শিক্ষার্থীর মোবাইল ফোনসহ মানিব্যাগ ছিনতাই করে নিল এক রিকশা চালক। আজ বুধবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম খন্দকার আল মামুন অশ্রু। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।
খন্দকার আল মামুন অশ্রু কুষ্টিয়া পৌরসভার কালিশংকরপুর এলাকার খন্দকার ওহিদুল ইসলামের পুত্র।
মামুন জানান, শহরের কালিশংকরপুরের ভাড়া বাসা হতে ঢাকার উদ্দেশে তিনি রওনা দেন। কোটপাড়া কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্কের পেছনে পৌঁছালে রিকশাওয়ালা আকস্মিক ভাবে মামুনের পেটে চাকু ধরে। ওই সময় তার কাছে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এমন ঘটনার আকস্মিকতায় ও ভয়ে হতবিহ্বল হয়ে পড়েন মামুন। পরে মামুন বাসায় ফিরে গিয়ে স্বজনদের এসব কথা খুলে বলেন, এবং পরে অন্য গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা দেন।
মামুনের মামা ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান এসব বিষয় নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামুনদের পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, এ বিষয়ে কেউ থানায় এসে অভিযোগ করেনি। তারপরেও আমরা খোঁজ নিয়ে দেখছি এবং সেখানে লোক পাঠাচ্ছি। সঠিক তথ্য পেলে দায়ী রিকশা চালককে খুঁজে বের করার চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, এর আগে গত ২২ অক্টোবর শুক্রবার কুষ্টিয়া শহরে এক রিকশাওয়ালা অভিনব প্রতারণার মাধ্যমে এক গৃহবধূ ও তার মেয়ের নিকট থাকা সোনার হার ও দুল হাতিয়ে নেন।
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে ছুরি ধরে এক শিক্ষার্থীর মোবাইল ফোনসহ মানিব্যাগ ছিনতাই করে নিল এক রিকশা চালক। আজ বুধবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম খন্দকার আল মামুন অশ্রু। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।
খন্দকার আল মামুন অশ্রু কুষ্টিয়া পৌরসভার কালিশংকরপুর এলাকার খন্দকার ওহিদুল ইসলামের পুত্র।
মামুন জানান, শহরের কালিশংকরপুরের ভাড়া বাসা হতে ঢাকার উদ্দেশে তিনি রওনা দেন। কোটপাড়া কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্কের পেছনে পৌঁছালে রিকশাওয়ালা আকস্মিক ভাবে মামুনের পেটে চাকু ধরে। ওই সময় তার কাছে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এমন ঘটনার আকস্মিকতায় ও ভয়ে হতবিহ্বল হয়ে পড়েন মামুন। পরে মামুন বাসায় ফিরে গিয়ে স্বজনদের এসব কথা খুলে বলেন, এবং পরে অন্য গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা দেন।
মামুনের মামা ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান এসব বিষয় নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামুনদের পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, এ বিষয়ে কেউ থানায় এসে অভিযোগ করেনি। তারপরেও আমরা খোঁজ নিয়ে দেখছি এবং সেখানে লোক পাঠাচ্ছি। সঠিক তথ্য পেলে দায়ী রিকশা চালককে খুঁজে বের করার চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, এর আগে গত ২২ অক্টোবর শুক্রবার কুষ্টিয়া শহরে এক রিকশাওয়ালা অভিনব প্রতারণার মাধ্যমে এক গৃহবধূ ও তার মেয়ের নিকট থাকা সোনার হার ও দুল হাতিয়ে নেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫