Ajker Patrika

আনারস ভর্তি পিকআপে গাঁজা, গ্রেপ্তার ২

প্রতিনিধি, ঝিনাইদহ
আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৫: ৩৬
আনারস ভর্তি পিকআপে গাঁজা, গ্রেপ্তার ২

ঝিনাইদহে আনারস ভর্তি পিকআপের ভেতর থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার ভোর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে সোহেল রানা ও খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আনার গাজীর ছেলে ইদ্রিস আলী।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পৌর এলাকার খাগড়াছড়ি থেকে একটি পিকআপ ভর্তি আনারসের মধ্যে করে মহিষাকুণ্ডুতে গাঁজা আনা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে ইন্সপেক্টর অপারেশন আবুল খায়ের শেখের নেতৃত্বে এস আই ইউসুফ আলী, এএস আই দেবাশীষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অফিসার ইনচার্জ আরও বলেন, তাদের দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মামলা শেষে তাদের সদর থানায় প্রেরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত