Ajker Patrika

তালায় ৪৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১   

প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২১, ১২: ৪৮
তালায় ৪৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১   

তালা (সাতক্ষীরা): তালার কানাইদিয়ায় ৪৮২ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ শেখ আমিরুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম উপজেলার কানাইদিয়া গ্রামের শেখ আলী আহাম্মদের ছেলে।  

তালা থানা-পুলিশ ও র‍্যাব-৬ এর দেওয়া তথ্য মতে, মাদকদ্রব্য ক্রয়বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তালার কানাইদিয়া খেয়াঘাটে র‍্যাব-৬ এর সদস্যরা একটি অভিযান পরিচালনা করেন। এ সময় শেখ আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৪৮২ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আমিরুল ইসলামকে তালা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা র‍্যাব-৬ 'র এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালা থানায় একটি মামলা দায়ের করেন।  

তালা থানার ওসি মো. মেহেদি রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

।     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত