Ajker Patrika

খুলনায় শিশু ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭: ২০
খুলনায় শিশু ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

খুলনার খালিশপুরে ১৫ বছরের এক শিশুকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক আব্দুস ইসলাম খান এই রায় দেন।

সাজা পাওয়া আসামিরা হলেন সোহেল, আব্দুল্লাহ, মোহন, আকবর ও মেহেদী হাসান ইবু। এর মধ্যে সোহেল, আব্দুল্লাহ ও মোহন পলাতক। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরীদ আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ আসামিরা খুলনার খালিশপুর থেকে ভুক্তভোগী শিশুকে অপহরণ করে। পরে চরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটিকে তার বাড়ির পাশে ফেলে গিয়ে শিশুটির পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধমকি দেয়। এ ঘটনায় ২৪ মার্চ খালিশপুর থানায় দুজনের নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা। একই বছরের জুন মাসে কাজী রেজাউল করিম পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে বিভিন্ন কার্যদিবসে ১৭ জনের মধ্যে ১২ জন সাক্ষী দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত