Ajker Patrika

ঘুরতে আসা ৪ তরুণ-তরুণীকে তুলে নিয়ে ফোন টাকা ছিনতাই

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২৩: ২০
ঘুরতে আসা ৪ তরুণ-তরুণীকে তুলে নিয়ে ফোন টাকা ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে ঘুরতে আসা চার তরুণ-তরুণীকে রেলওয়ে স্টেশন থেকে তুলে নিয়ে সেলফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শনিবার উপজেলার কাওরাইদ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণেরা জানান, পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার গয়েশপুর এলাকা থেকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ বাজারে তাঁরা চার বন্ধু ঘুরতে আসেন। কাওরাইদ রেলওয়ে স্টেশনে বসে গল্প করার সময় স্থানীয় ইউনিয়নের বেইলদীয়া গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে মো. নয়ন শেখ ও তাঁর দলবলসহ চারজনকে ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়। পরে বরমী ইউনিয়ন নতুন বাজার এলাকায় গভীর জঙ্গলে নিয়ে তাঁদের চারটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ অর্থ রেখে দুই তরুণকে মারধর করে ছেড়ে দেয়। এরপর তরুণী দুজনকে নিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী এক তরুণ বলেন, চারজন বন্ধু মিলে ঘুরতে আসি কাওরাইদ। এরপর রেলওয়ে স্টেশনে পৌঁছানো মাত্র অভিযুক্তরা তাঁদের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের বরমী এলাকার নতুন বাজারে নিয়ে ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়। পরে দুজন তরুণকে মারধর করে ছেড়ে দেয়। ঘটনার অনেক পর তাদের সঙ্গে থাকা দুই তরুণীকে ছেড়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আইনগত সহায়তা চাইবেন বলে জানান তিনি। 

অভিযুক্ত মো. নয়ন শেখের ব্যক্তিগত ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি জবাব দেননি। 

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘এ রকম ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত