Ajker Patrika

আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৩৩
আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে দুই মামলা

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মনজুরুল আলম শিকদারের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে ঢাকার আদালতে দুটি মামলা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। 

আদালত মামলাটি গ্রহণ করে মনজুরুল আলম সিকদারকে আদালতে হাজির হওয়ার জন্য সময় জারি করেছেন বলে বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী গত বছর ৫ ও ৭ জুন তিনটি মোটরসাইকেল কেনার জন্য অর্ডার দেন। কিন্তু পরে অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হয়ে আসামি বাদীকে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান করপোরেট শাখায় আলেশা মার্টের নামে থাকা ৪ লাখ ২৩ হাজার টাকার দুটি চেক প্রদান করেন। সেই চেক নগদায়নের জন্য গত ২০ জুন বাদীর নিজ নামীয় ডাচ্‌-বাংলা ব্যাংক ইব্রাহিমপুর শাখায় জমা দিলে তা ডিজঅনার হয়। এরপর ১৭ জুলাই আসামির প্রতি লিগ্যাল নোটিশ ইস্যু করা হলেও টাকা না পাওয়ায় এই মামলা করেন।

আরেক মামলার অভিযোগে বলা হয়, একই বাদী গত বছর ২৪ জুন তিনটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার দেন। অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হয়ে আসামি বাদীকে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান আলেশা অ্যাগ্রো লিমিটেডের নামে ইসলামী ব্যাংক বনানী শাখার অ্যাকাউন্টের ৩ লাখ ৫২ হাজার টাকার একটি চেক প্রদান করেন। চেকটি নগদায়নের জন্য ২৮ জুলাই বাদীর নিজ নামের ডাচ্‌-বাংলা ব্যাংক ইব্রাহিমপুর শাখায় জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। এরপর টাকা পরিশোধে ৩ সেপ্টেম্বর আসামির প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এতেও ফল না পেয়ে বাদী আদালতে এই মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত