Ajker Patrika

ধর্ষণ মামলায় শাকিল আহমেদের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৮: ৪৯
ধর্ষণ মামলায় শাকিল আহমেদের জামিন

ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলায় একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই জামিন মঞ্জুর করেন।

এর আগে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শাকিল আহমেদ এই আদালতে আত্মসমর্পণ করার পর তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল। আজ রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে তাঁকে স্থায়ী জামিন দেওয়া হয়। 

গত ৪ নভেম্বর রাতে গুলশান থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে মামলাটি করেন এক নারী চিকিৎসক। 

মামলার অভিযোগে বলা হয়, ওই নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়ান ওই সাংবাদিক। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হন। শাকিল কৌশলে তাঁর গর্ভপাত ঘটান। এরপর তিনি ওই নারীকে আর বিয়ে করতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত