শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। ওই গৃহবধূকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে তিন বন্ধু। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তারের পর প্রাথমিক স্বীকারোক্তিতে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। এদিকে এ ঘটনায় বাবুল শিকদার নামে আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আতিয়ার কাজী (৫০), শহীদ মোল্লা (৪২)।
এর আগে শুক্রবার (৩ মার্চ) মাদারীপুরের শিবচরের একটি এলাকা থেকে এক সৌদিপ্রবাসীর স্ত্রীর (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। মুখ বাঁধা অবস্থায় ওই গৃহবধূর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, গত শুক্রবার মুখ বাঁধা অবস্থায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন গৃহবধূর ভাই বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। এরপর ১৮ ঘণ্টার মধ্যে আতিয়ার কাজী, শহীদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় ধর্ষণ শেষে তিন বন্ধু মিলে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনজনই গা ঢাকা দেন।
পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন, ৭ বছর আগে আতিকের সঙ্গে পরিচয় হয় ওই গৃহবধূর। পরে তাঁরা গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। আতিকের অন্য বন্ধুদের সঙ্গে গৃহবধূকে পরিচয় করে দেওয়ার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়। পরে গৃহবধূকে মেরে ফেলার পরিকল্পনা করেন তিন বন্ধু। গ্রেপ্তারকৃত দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এদিকে অভিযুক্ত তিনজনই ভ্যানচালক ও ভেন্নাতলা এলাকার বাসিন্দা। আর এখনো পলাতক অপর বন্ধু বাবুল শিকদার। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাদারীপুরের শিবচর উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। ওই গৃহবধূকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে তিন বন্ধু। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তারের পর প্রাথমিক স্বীকারোক্তিতে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। এদিকে এ ঘটনায় বাবুল শিকদার নামে আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আতিয়ার কাজী (৫০), শহীদ মোল্লা (৪২)।
এর আগে শুক্রবার (৩ মার্চ) মাদারীপুরের শিবচরের একটি এলাকা থেকে এক সৌদিপ্রবাসীর স্ত্রীর (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। মুখ বাঁধা অবস্থায় ওই গৃহবধূর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, গত শুক্রবার মুখ বাঁধা অবস্থায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন গৃহবধূর ভাই বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। এরপর ১৮ ঘণ্টার মধ্যে আতিয়ার কাজী, শহীদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় ধর্ষণ শেষে তিন বন্ধু মিলে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনজনই গা ঢাকা দেন।
পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন, ৭ বছর আগে আতিকের সঙ্গে পরিচয় হয় ওই গৃহবধূর। পরে তাঁরা গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। আতিকের অন্য বন্ধুদের সঙ্গে গৃহবধূকে পরিচয় করে দেওয়ার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়। পরে গৃহবধূকে মেরে ফেলার পরিকল্পনা করেন তিন বন্ধু। গ্রেপ্তারকৃত দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এদিকে অভিযুক্ত তিনজনই ভ্যানচালক ও ভেন্নাতলা এলাকার বাসিন্দা। আর এখনো পলাতক অপর বন্ধু বাবুল শিকদার। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫