Ajker Patrika

কিশোরগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

প্রতিনিধি, ভৈরব(কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সদস্যরা। আটককৃতরা হলেন নরসিংদীর রায়পুরা থানার লোচনপুর গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মোক্তার হোসেন(৫০) ও তার স্ত্রী রুমা(৩৫)।

আজ সোমবার দুপুরে ভৈরব বাজার লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ জানান, দুপুরে ভৈরব বাজার নদীঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নৌকা থেকে যাত্রীর বেশে নেমে যাওয়ার সময় সন্দেহ হলে দুজন নারী-পুরুষকে আটক করা হয়। পরে তল্লাশি করে রুমা বেগমের বডি ফিটিং অবস্থায় তিন কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা জানান, ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভৈরব বাজারে লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে স্বামী -স্ত্রীকে আটক করা হয়। রুমার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত