Ajker Patrika

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক তাবাসসুম ইসলাম এই রায় দেন। দণ্ডিত আসামি হলেন আল আমিন।

রায়ে ট্রাইবুনাল বলেছেন, এই দণ্ডের বিরুদ্ধে আসামি উচ্চ আদালতে আপিল করতে পারবেন। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে উচ্চ আদালতের অনুমোদন নিতে হবে। আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা সহ আসামিকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, রাজধানীর কামরাঙ্গীরচর থানার হজরত নগর এলাকায় থাকতেন স্ত্রী তানিয়া ও তাঁর স্বামী আল আমিন। ২০১৮ সালের ১৮ মার্চ তানিয়া আক্তারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন আল আমিন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে আল আমিন তাঁর হাতে থাকা সুইচগিয়ার চাকু দিয়ে তানিয়াকে আঘাত করেন। ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। 

এ ঘটনায় তানিয়ার মা আনোয়ারা বেগম আনু বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১১ জুন কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক মোস্তফা আনোয়ার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ৪ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলাটির বিচার চলাকালে ১৬ সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষ্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত