Ajker Patrika

বকশীবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

ঢামেক প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ৩২
বকশীবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

রাজধানীর বকশীবাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন লালন (৪৫) নামের এক ব্যবসায়ী। তাঁর কাছ থেকে দুর্বৃত্তরা ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছেন তিনি। 

আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় লালন নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আবদুল মান্নান জানান, কচুক্ষেত বাজার মার্কেটে লালনের একটি ব্যাগের দোকান রয়েছে। একই মার্কেটে তাঁরও দোকান রয়েছে। আজ সকালে যখন চকবাজারে পাইকারি মার্কেটে যাচ্ছিলেন তিনি, বকশীবাজারে লালনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে ঘিরে মানুষ দাঁড়িয়ে ছিল। তখন তিনি লালনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। 

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে লালনের পাকস্থলী ওয়াশ করানো হয়। এরপর কিছুটা জ্ঞান ফিরলে ব্যবসায়ী লালন বলেন, তাঁর কাছে দোকানের মালামাল কেনার ১ লাখ ২০ হাজার টাকা ছিল। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান বলেন, জরুরি বিভাগে তাঁর স্টোমাক ওয়াশ করানো হয়েছে। পরবর্তী চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত