Ajker Patrika

ভ্রাম্যমাণ দোকানে বছরে অর্ধকোটি টাকার চাঁদাবাজি, তদন্তের মুখে ঢাবির প্রক্টরিয়াল টিম

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ২০: ১১
ভ্রাম্যমাণ দোকানে বছরে অর্ধকোটি টাকার চাঁদাবাজি, তদন্তের মুখে ঢাবির প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বছরে অর্ধকোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে প্রক্টরিয়াল মোবাইল টিমের বিরুদ্ধে। এ অভিযোগে সাবেক সহকারী প্রক্টর মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির বাকি দুই সদস্য হলেন—সহকারী প্রক্টর লিটন কুমার ও রোকেয়া হলের আবাসিক শিক্ষক দিলারা জাহিদ। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। দুই সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রক্টরিয়াল মোবাইল টিমের কতিপয় সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। যাচাই বাছাই করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদনে জমা দেওয়ার জন্য বলা হলো।’ 

একই সঙ্গে প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে যেকোনো সুনির্দিষ্ট অভিযোগ কমিটির কাছে পেশ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

এদিকে গত ২৬ ফেব্রুয়ারি একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লাইন্সম্যানদের মাধ্যমে তিন শতাধিক অবৈধ দোকান বসিয়ে বছরে অর্ধকোটি টাকা চাঁদা তুলে প্রক্টরিয়াল মোবাইল টিম। এই চাঁদাবাজির নেতৃত্বে রয়েছেন প্রক্টর কার্যালয়ের টোকেনম্যান শামীম হোসাইন। 

প্রক্টর কার্যালয়ের সেকশন অফিসার মো. রেজাউল করিম, প্রক্টরিয়াল টিমের সদস্য মো. জুয়েল, মো. মিরাজ, মো. মেহেদী, মাসুদ রানা, হামিদুর রহমান, জহিরুল ইসলাম, মো. আবদুল্লাহ, আমিনুল ইসলাম, কৃষাণ, মো. সালাউদ্দিন ও মো. জাহিদের পকেটে টাকার ভাগ যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত