Ajker Patrika

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
স্ত্রীর সামনে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহাবুবুর রহমান।

নিহত রফিকুল ইসলাম উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার মৃত আমানত খানের ছেলে। 

নিহতের স্বজনেরা বলছে, রূপগঞ্জের ভায়েলা কবরস্থান এলাকায় ঘর ও পোলট্রি ফার্ম নির্মাণ করে ব্যবসা ও বসবাস করে আসছেন নিহত রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী রুপালী বেগম। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ২-৩ জন অজ্ঞাত যুবক ঘরে প্রবেশ করে। এ সময় রফিককে তাঁর স্ত্রী রুপালী বেগমের সামনেই ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রুপালী ডাক চিৎকার করে মানুষ জড়ো করলে আশপাশের লোকজন রফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা নিহতের বাড়িতে গিয়ে তাঁকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হত্যাটি পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত