ঢামেক প্রতিনিধি
রাজধানীর রায়েরবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত রবিন ওরফে বক্কর (২৩) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালের আইসিইউতে মারা যান বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মাতুব্বর। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
রবিনের বড় বোন সুমা আক্তার বলেন, রবিন বিবাহিত ছিলেন। স্ত্রী স্বর্ণা আক্তার ও দেড় বছরের মেয়ে রাহিকে নিয়ে রায়েরবাজার কৃষি মার্কেট এলাকায় থাকতেন। ওই এলাকাতেই একটি জুস কোম্পানিতে চাকরি করতেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রবিন ছিলেন সবার ছোট।
রবিনের বোন আরও বলেন, আহতাবস্থায় রবিন বলেছিলেন তাঁর বন্ধু আলআমিন তাঁকে পুলপাড় বটতলায় ডেকে নিয়ে যান। সেখান আকাশ তাঁকে ছুরিকাঘাত করেন। তবে কেন ছুরিকাঘাত করেছিলেন তা জানাতে পারেননি।
উপপরিদর্শক বলেন, গত ২৯ জুন বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বশত্রুতার জেরে রায়েরবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হন রবিন। এ ঘটনার পরদিন রবিনের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আকাশ (১৯) শাকিব (২০) ও দ্রুব (১৪) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। বর্তমানে অভিযুক্ত তিনজন জেলহাজতে আছে।
উপপরিদর্শক আরও বলেন, রবিন বিবাহিত ছিলেন। তাঁর একটি মেয়ে রয়েছে। তা সত্ত্বেও অভিযুক্ত শাকিবের প্রেমিকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন রবিন। এ বিষয় নিয়ে কয়েকবার তাঁদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। তবু রবিন সম্পর্ক চালিয়ে যান। ঘটনার দিন বিকেলে রবিনের বন্ধু আলআমিন তাঁকে রায়েরবাজার পুলপাড় বটতলা এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে আকাশ, দ্রুব ও শাকিব আগে থেকেই অবস্থান করছিলেন। রবিন সেখানে গেলে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিনের বুক, পিঠ, পেটসহ কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা।
পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্বজনেরা রবিনকে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
রাজধানীর রায়েরবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত রবিন ওরফে বক্কর (২৩) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালের আইসিইউতে মারা যান বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মাতুব্বর। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
রবিনের বড় বোন সুমা আক্তার বলেন, রবিন বিবাহিত ছিলেন। স্ত্রী স্বর্ণা আক্তার ও দেড় বছরের মেয়ে রাহিকে নিয়ে রায়েরবাজার কৃষি মার্কেট এলাকায় থাকতেন। ওই এলাকাতেই একটি জুস কোম্পানিতে চাকরি করতেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রবিন ছিলেন সবার ছোট।
রবিনের বোন আরও বলেন, আহতাবস্থায় রবিন বলেছিলেন তাঁর বন্ধু আলআমিন তাঁকে পুলপাড় বটতলায় ডেকে নিয়ে যান। সেখান আকাশ তাঁকে ছুরিকাঘাত করেন। তবে কেন ছুরিকাঘাত করেছিলেন তা জানাতে পারেননি।
উপপরিদর্শক বলেন, গত ২৯ জুন বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বশত্রুতার জেরে রায়েরবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হন রবিন। এ ঘটনার পরদিন রবিনের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আকাশ (১৯) শাকিব (২০) ও দ্রুব (১৪) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। বর্তমানে অভিযুক্ত তিনজন জেলহাজতে আছে।
উপপরিদর্শক আরও বলেন, রবিন বিবাহিত ছিলেন। তাঁর একটি মেয়ে রয়েছে। তা সত্ত্বেও অভিযুক্ত শাকিবের প্রেমিকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন রবিন। এ বিষয় নিয়ে কয়েকবার তাঁদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। তবু রবিন সম্পর্ক চালিয়ে যান। ঘটনার দিন বিকেলে রবিনের বন্ধু আলআমিন তাঁকে রায়েরবাজার পুলপাড় বটতলা এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে আকাশ, দ্রুব ও শাকিব আগে থেকেই অবস্থান করছিলেন। রবিন সেখানে গেলে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিনের বুক, পিঠ, পেটসহ কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা।
পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্বজনেরা রবিনকে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫