Ajker Patrika

ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৪ বছর পর গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২: ৩০
ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৪ বছর পর গ্রেপ্তার

চার বছর ধরে পলাতক রাজধানীর আদাবর থানার ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দণ্ডিত মো. রাকিব (২৮) আদাবর এলাকার সামু মিয়ার ছেলে। 

তাঁকে তুরাগের দিয়াবাড়ী থেকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান।

এএসপি খান আসিফ তপু বলেন, ২০২০ সালের ২১ সেপ্টম্বর রাতে অসুস্থ মাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হোন এক নারী। পরদিন তিন আদাবর থানায় তিনজনের নামে মামলা করেন। আসামিরা পলাতক থাকা অবস্থায় যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তিনি আরো বলেন, আদাবর থানা পুলিশ র‍্যাবের কাছে সহযোগিতা চাইলে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

এজাহারের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ভিকটিমের তাঁর অসুস্থ মাকে দেখতে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাত ১০টায় রাজধানীর শ্যামলী মোড়ে দাঁড়ান। গাবতলীতে যাওয়ার জন্য কিছুক্ষণ পর গাবতলীগামী একটি বাসে ওঠেন তিনি। পথে টেকনিক্যাল মোড়ে ভিকটিম ছাড়া সব যাত্রী বাস থেকে নেমে যায়। পরে ভিকটিমকে জোর করে মিরপুর বেড়িবাঁধে নিয়ে যান বাসের চালক ও হেলপাররা। সেখান থেকে তাঁকে একটি রিকশায় করে আদাবরের ৬ নম্বর রোডের একটি রিকশার গ্যারেজে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত