Ajker Patrika

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

শরীয়তপুর প্রতিনিধি
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

শরীয়তপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নুরুল আমীন শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার বিকেলে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জজ) আব্দুস সালাম খান এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে জাজিরার হারুন টুনিকান্দি গ্রামের হাসেম শেখের ছেলে নুরুল আমীনের সঙ্গে বিয়ে হয় মাদারীপুরের শিবচরের মুজাফফরপুর ঢালীকান্দি গ্রামের বাদশা হাওলাদারের মেয়ে রেশমা আক্তারের (২২)। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নুরুল আমীন রেশমাকে নিয়মিত নির্যাতন করত। এ নিয়ে প্রায়ই স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এরই জেরে ২০১৭ সালের ২ জুলাই রেশমাকে শ্বাসরোধে হত্যা করে বসত ঘরে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় নুরুল আমীন। এ ঘটনায় রেশমার ভাই ইয়ার হোসেন বাদী হয়ে নুরুল আমীনকে আসামি করে ৩ জুলাই জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলেও নুরুল আমীনকে গ্রেপ্তার করতে পারেনি। তাঁর অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম চলতে থাকে। 

এ বিষয়ে শরীয়তপুর জজ কোটের পিপি মীর্জা হযরত আলী আজকের পত্রিকাকে বলেন, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে নুরুল আমীন তাঁর স্ত্রী রেশমা আক্তারকে হত্যা করেছেন। তবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেননি। তাই তাঁর অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আদালত তাঁকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। দ্রুততম সময়ের মধ্যে দণ্ডিত ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। 

পিপি আরও বলেন, আসামি আত্মসমর্পণ করলে পরবর্তীতে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত