Ajker Patrika

সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে চাঁদাবাজির মামলায় খালাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে চাঁদাবাজির মামলায় খালাস

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে একটি চাঁদাবাজির মামলায় খালাস দিয়েছেন আদালত। মামলায় মোট চার আসামিকেই খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। এ মামলায় নূর হোসেনের ভাই ভাতিজারাও আসামি ছিলেন। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি জাসমিন আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৪ সালে দায়ের করা চাঁদাবাজির মামলার আসামি ছিলেন সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন। এই মামলায় তাঁর ভাই, ভাতিজাসহ চারজন আসামি ছিলেন। আজ আদালত তাঁর রায়ে সকল আসামিকেই খালাস দিয়েছেন।’ 

এপিপি আরও বলেন, ‘একই দিনে নূর হোসেনের বিরুদ্ধে করা আরও তিনটি মামলার কার্যক্রম সম্পন্ন হয়েছে। একটি মাদক মামলায় যুক্তিতর্ক এবং অন্য দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল। তবে ওই দুটি মামলার সাক্ষীরা উপস্থিত না হওয়ায় আদালত পরবর্তী তারিখ ঘোষণা করেছেন।’ 

এদিকে সকাল থেকেই নূর হোসেনের আগমনকে ঘিরে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয় আদালত পাড়ায়। কড়া নিরাপত্তার মধ্যে নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে আনা হয় নারায়ণগঞ্জ জেলা আদালতে। আদালতের কার্যক্রম শেষে তাঁকে পুনরায় কাশিমপুর কারাগারের উদ্দেশে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত