Ajker Patrika

ঢামেকের বাথরুম থেকে ভ্রুণ উদ্ধার

ঢামেক প্রতিনিধি, ঢাকা
ঢামেকের বাথরুম থেকে ভ্রুণ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে একটি মানবভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার বেলা দেড়টার দিকে হাসপাতালের ১১০ ও ১১২ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি বাথরুম থেকে ভ্রুণটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম জানান, দুপুরে খবর পেয়ে হাসপাতালের ১১০ ও ১১২ নম্বর ওয়ার্ডের মাঝামাঝির বাথরুম থেকে ভ্রুণটি উদ্ধার করা হয়। 

এসআই বলেন, ধারণা করা হচ্ছে, হাসপাতালের কোনো গর্ভবতী নারীর অনাকাঙ্ক্ষিত ভাবে গর্ভপাত হয়েছে। পরে বাথরুমে ফেলে রেখে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত