নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিককে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) দ্বারা নির্যাতন, হয়রানি ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসএফ।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন এমএসএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
বিবৃতিতে বলা হয়, রোববার রাতে রাজধানীর গুলশান এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সরাসরি সম্প্রচারকালে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম গুলশান থানার এসআই পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তার আক্রমণের শিকার হন। এ সময় তাঁকে পিটিয়ে আহত করা হয়, নানাভাবে লাঞ্ছিত করা ছাড়াও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। বেপরোয়া পুলিশ কর্মকর্তা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। গণমাধ্যম থেকে আরও জানা যায়, ঘটনার সময় গুলশান এলাকার একটি ফাঁড়িতে কর্মরত (ইনচার্জ) ওই পুলিশ কর্মকর্তার দ্বারা আরও কয়েকজন সাংবাদিক মারপিটের শিকার হন।
বিবৃতিতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন আরও বলেছে, একজন সাংবাদিকের ওপরে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক, অন্যায় ও অনভিপ্রেত। সরকারের নীতি যেখানে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। সেখানে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের এহেন আচরণ প্রমাণ করে যে, এদেশে স্বাধীন সাংবাদিকতা ও তথ্য পাওয়ার অধিকারের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যা গণতন্ত্র ও অবাধ মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকি স্বরূপ। জাতিসংঘ রচিত মানবাধিকার সনদে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে উল্লেখ আছে, যেকোনো উপায়ে সব ধরনের তথ্য ও চিন্তা খোঁজার, গ্রহণ ও প্রদান করার অধিকারই হলো বাক্স্বাধীনতা। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের এই নির্যাতন ও বাধা দান করায় নাগরিকের সাংবিধানিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন করেছে যা অবশ্যই অগ্রহণযোগ্য। বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবিও জানিয়েছে এমএসএফ এর সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
ঢাকায় পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিককে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) দ্বারা নির্যাতন, হয়রানি ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসএফ।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন এমএসএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
বিবৃতিতে বলা হয়, রোববার রাতে রাজধানীর গুলশান এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সরাসরি সম্প্রচারকালে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম গুলশান থানার এসআই পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তার আক্রমণের শিকার হন। এ সময় তাঁকে পিটিয়ে আহত করা হয়, নানাভাবে লাঞ্ছিত করা ছাড়াও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। বেপরোয়া পুলিশ কর্মকর্তা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। গণমাধ্যম থেকে আরও জানা যায়, ঘটনার সময় গুলশান এলাকার একটি ফাঁড়িতে কর্মরত (ইনচার্জ) ওই পুলিশ কর্মকর্তার দ্বারা আরও কয়েকজন সাংবাদিক মারপিটের শিকার হন।
বিবৃতিতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন আরও বলেছে, একজন সাংবাদিকের ওপরে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক, অন্যায় ও অনভিপ্রেত। সরকারের নীতি যেখানে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। সেখানে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের এহেন আচরণ প্রমাণ করে যে, এদেশে স্বাধীন সাংবাদিকতা ও তথ্য পাওয়ার অধিকারের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যা গণতন্ত্র ও অবাধ মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকি স্বরূপ। জাতিসংঘ রচিত মানবাধিকার সনদে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে উল্লেখ আছে, যেকোনো উপায়ে সব ধরনের তথ্য ও চিন্তা খোঁজার, গ্রহণ ও প্রদান করার অধিকারই হলো বাক্স্বাধীনতা। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের এই নির্যাতন ও বাধা দান করায় নাগরিকের সাংবিধানিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন করেছে যা অবশ্যই অগ্রহণযোগ্য। বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবিও জানিয়েছে এমএসএফ এর সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫