নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাত পরিবহন চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. খোকন (৩৪), মো. আলমগীর (৩৫), পরান দেওয়ান (৩৩) ও মো. সারোয়ার হোসেন লিংকন (৩৩)। ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. সিজান (২৩), মো. রিপন (২২) ও মো. ইব্রাহিম (২১)।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০-এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) এনায়েত কবির সোহেব।
এনায়েত কবির জানান, র্যাব-১০-এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানার নতুন আলীবহর এলাকা ও যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময়ে চার চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি কাঠের লাঠি ও বিভিন্ন পরিবহন থেকে আদায় করা চাঁদার ১১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।
পৃথক আরেক অভিযানে রাজধানীর ওসমানী উদ্যান ও কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি চাকু, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এনায়েত সোয়েব জানান, বেশ কিছুদিন ধরে কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লরিসহ বিভিন্ন পরিবহনের চালক ও চালকের সহকারীদের ভয়ভীতি দেখিয়ে জোর করে চাঁদা আদায় করতেন তাঁরা। এ ছাড়া পথচারীদের চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন।
গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাত পরিবহন চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. খোকন (৩৪), মো. আলমগীর (৩৫), পরান দেওয়ান (৩৩) ও মো. সারোয়ার হোসেন লিংকন (৩৩)। ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. সিজান (২৩), মো. রিপন (২২) ও মো. ইব্রাহিম (২১)।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০-এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) এনায়েত কবির সোহেব।
এনায়েত কবির জানান, র্যাব-১০-এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানার নতুন আলীবহর এলাকা ও যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময়ে চার চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি কাঠের লাঠি ও বিভিন্ন পরিবহন থেকে আদায় করা চাঁদার ১১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।
পৃথক আরেক অভিযানে রাজধানীর ওসমানী উদ্যান ও কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি চাকু, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এনায়েত সোয়েব জানান, বেশ কিছুদিন ধরে কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লরিসহ বিভিন্ন পরিবহনের চালক ও চালকের সহকারীদের ভয়ভীতি দেখিয়ে জোর করে চাঁদা আদায় করতেন তাঁরা। এ ছাড়া পথচারীদের চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন।
গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫