Ajker Patrika

সোনা চোরাচালানের দায়ে বিমানবালার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮: ৩০
সোনা চোরাচালানের দায়ে বিমানবালার কারাদণ্ড

সোনা চোরাচালানের একটি মামলায় বিমানবালা রোকেয়া শেখ মৌসুমীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ রায় দেন। 

কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। রায় আরও বলা হয়, আসামির যত দিন কারাগারে ছিলেন কারাদণ্ড থেকে ওই মেয়াদ বাদ যাবে। 

রায়ের আগে মৌসুমীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে আবার তাঁকে সাজার পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। 

মামলার অপর তিন আসামি সোহেল খাঁ, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত। 

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর একটি ফ্লাইটে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে বিমানবন্দরে আটক হন বিমানবালা রোকেয়া শেখ মৌসুমী। পরে তল্লাশি করে তাঁর কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। যার ওজন সব মিলিয়ে সাড়ে ৯ কেজি। 

এ ঘটনায় ওই দিনই বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। 

 ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত