উত্তরা (ঢাকা) প্রতিনিধি
ভিক্ষাবৃত্তির আড়ালে ছিনতাইয়ের অভিযোগের রাজধানীর উত্তরায় ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন মো. পারভেজ (৩০), মো. জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও মো. অপু (২৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ মহসীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোড থেকে শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা মূলত বাস স্ট্যান্ডে অবস্থান করে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে। এদের টার্গেট মূলত মহিলা, বয়স্ক লোক, সহজ সরল প্রকৃতির লোকদের। টার্গেটকৃত লোকদের নির্জন স্থানে প্রথমে সালাম দিয়ে থামায়। পরে ঢাকায় এসে সব হারিয়ে গেছে, বাসায় যাওয়ার টাকা নেই। তাই কিছু সহযোগিতা চান। কথার ছলে নির্জন স্থানে চলে যাওয়া মাত্রই তাঁদের সহযোগীরা চলে এসে ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়।’
মহসীন বলেন, একই কায়দায় উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে ছিনতাইয়ের উদ্দেশ্যে আসলে গোপন তথ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় পুলিশের হাত থেকে বাঁচতে নানান কৌশল অবলম্বন করে তাঁরা। তাঁদের মধ্যে অপু নিজের শরীরে নিজেরই মলমূত্র মাখে। পারভেজ ব্লেড দিয়ে নিজের মুখ রক্তাক্ত করে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
ওসি মহসীন বলেন, গ্রেপ্তার হওয়া চারজনই পেশাদার ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ভিক্ষাবৃত্তির আড়ালে ছিনতাইয়ের অভিযোগের রাজধানীর উত্তরায় ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন মো. পারভেজ (৩০), মো. জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও মো. অপু (২৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ মহসীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোড থেকে শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা মূলত বাস স্ট্যান্ডে অবস্থান করে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে। এদের টার্গেট মূলত মহিলা, বয়স্ক লোক, সহজ সরল প্রকৃতির লোকদের। টার্গেটকৃত লোকদের নির্জন স্থানে প্রথমে সালাম দিয়ে থামায়। পরে ঢাকায় এসে সব হারিয়ে গেছে, বাসায় যাওয়ার টাকা নেই। তাই কিছু সহযোগিতা চান। কথার ছলে নির্জন স্থানে চলে যাওয়া মাত্রই তাঁদের সহযোগীরা চলে এসে ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়।’
মহসীন বলেন, একই কায়দায় উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে ছিনতাইয়ের উদ্দেশ্যে আসলে গোপন তথ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় পুলিশের হাত থেকে বাঁচতে নানান কৌশল অবলম্বন করে তাঁরা। তাঁদের মধ্যে অপু নিজের শরীরে নিজেরই মলমূত্র মাখে। পারভেজ ব্লেড দিয়ে নিজের মুখ রক্তাক্ত করে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
ওসি মহসীন বলেন, গ্রেপ্তার হওয়া চারজনই পেশাদার ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫