Ajker Patrika

‘তুই সাংবাদিক, লাইভ করোস’, বলেই এলোপাতাড়ি মারধর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২২, ০০: ৩৯
‘তুই সাংবাদিক, লাইভ করোস’, বলেই এলোপাতাড়ি মারধর 

রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে অতর্কিত হামলার শিকার হয়েছেন একটি অনলাইন নিউজ পোর্টালের সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন বিটের জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামান।

আজ শনিবার দুপর আড়াইটার দিকে ৪/৫ জন যুবক তাঁর ওপর এ হামলা চালান। আহত সিরাজুজ্জামানের ঠোঁটে দশটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর বুকে, মাথায়, হাঁটু এবং পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় তেজগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সিরাজুজ্জামান বলেন, ‘তেজগাঁও সাতরাস্তা হয়ে মোটরসাইকেলে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে অপরিচিত ৪/৫ জন যুবক গতিরোধ করে। তাঁরা আমাকে বলে, “তুই সাংবাদিক, লাইভ করোস!” আমি “হ্যাঁ” বলার পর তাঁরা আমাকে একটি ট্রাকের পাশে নিয়ে গিয়ে গালে, বুকে, মাথায়, হাঁটু, পেটে ও পিঠে লাঠিসোঁটা দিয়ে মারতে থাকে। একপর্যায়ে শ্বাসরোধ করে মেরে ফেলারও চেষ্টা করে। আমার কাছে থাকা নগদ সাড়ে ৩ হাজার টাকা ও তথ্য অধিদপ্তর থেকে দেওয়া সাংবাদিক পরিচয়পত্রটি নিয়ে নেয় হামলাকারীরা। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিই।’

জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কাজী আবুল কালাম আজাদ বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিক থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত