নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণের তিন দিন পর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-২। গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে তাঁকে উদ্ধারের সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে র্যাব।
অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম (২১)। গ্রেপ্তারকৃত দুজন হলেন অপহরণ চক্রের মূল হোতা জেসমিন আক্তার (৩৫) ও তাঁর সহযোগী মো. রাজু (৪৫)।
আজ বুধবার দুপুরে র্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রবিউল ইসলাম (২১)। গত ৭ অক্টোবর সকালে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে ফিরে না আসায় রবিউলের বড় ভাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাঁর মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে রবিউলকে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বড় ভাই। অপহরণের পরদিন সকালে রবিউলের মোবাইল ফোন দিয়ে তাঁর সৌদিপ্রবাসী বাবার ইমো নম্বরে ফোন করে ছেলেকে অপহরণের তথ্য জানিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শিহাব করিম বলেন, এরপর গত ৯ অক্টোবর রবিউলের ভাই মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরির বিষয়টি উল্লেখ করে র্যাব-২-এ একটি অভিযোগ করেন। পরে র্যাব-২-এর একটি দল রবিউলকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পল্লবী এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেসমিন আক্তারের ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রবিউল র্যাবকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে জোর করে তাঁকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
র্যাব জানায়, অপহরণের ঘটনায় রবিউলের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণের তিন দিন পর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-২। গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে তাঁকে উদ্ধারের সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে র্যাব।
অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম (২১)। গ্রেপ্তারকৃত দুজন হলেন অপহরণ চক্রের মূল হোতা জেসমিন আক্তার (৩৫) ও তাঁর সহযোগী মো. রাজু (৪৫)।
আজ বুধবার দুপুরে র্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রবিউল ইসলাম (২১)। গত ৭ অক্টোবর সকালে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে ফিরে না আসায় রবিউলের বড় ভাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাঁর মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে রবিউলকে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বড় ভাই। অপহরণের পরদিন সকালে রবিউলের মোবাইল ফোন দিয়ে তাঁর সৌদিপ্রবাসী বাবার ইমো নম্বরে ফোন করে ছেলেকে অপহরণের তথ্য জানিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শিহাব করিম বলেন, এরপর গত ৯ অক্টোবর রবিউলের ভাই মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরির বিষয়টি উল্লেখ করে র্যাব-২-এ একটি অভিযোগ করেন। পরে র্যাব-২-এর একটি দল রবিউলকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পল্লবী এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেসমিন আক্তারের ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রবিউল র্যাবকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে জোর করে তাঁকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
র্যাব জানায়, অপহরণের ঘটনায় রবিউলের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫