Ajker Patrika

সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৪: ১৬
সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় দুটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার সাতগড়িয়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) এবং একই উপজেলার কান্দিরপাড় এলাকার দুলালের ছেলে সোহেল রানা (২০)।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে জানতে পারি, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাওতলা আল হেরা ইসলামী একাডেমির সামনে চোরাই মোটরসাইকেল বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত