Ajker Patrika

যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা

লক্ষ্মীপুরে যাত্রী সেজে মো. মোহন ওরফে সুজন (১৫) নামের এক অটোরিকশা চালককে হত্যার পর তাঁর মরদেহ পরিত্যক্ত খালের পাড়ে ফেলে দেয় দুষ্কৃতরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মোহন জেলার তেওয়ারীগঞ্জের শহরকসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছেলে।

জানা যায়, মোহন সংসারের অভাব-অনটনের কারণে তার প্রতিবেশী শামসুল হকের ভাড়া অটোরিকশা চালাত। প্রতিরাতে অটোরিকশা চালিয়ে মোহন কাজ শেষে বাড়ি ফিরে যেত। কিন্তু গতকাল রোববার সন্ধ্যায় পর থেকে সে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে তার মৃতদেহ পাওয়ার পর পরিবারের লোকজন এসে মোহনের মরদেহ শনাক্ত করেন। পরিবারের ধারণা কেউ তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান স্বজনরা। 

সন্তানকে হারিয়ে আহাজারি স্বজনদেরপরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা এলাকার খাল পাড়ে মোহনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ছিনতাইকারীরা যাত্রী সেজে তাকে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে অটোরিকশা উদ্ধারে কাজ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত