Ajker Patrika

বাঁশখালীতে গত দুই দিনে সাজাপ্রাপ্ত ১৭ আসামি গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীতে গত দুই দিনে সাজাপ্রাপ্ত ১৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে গত দুই দিনে সাজাপ্রাপ্ত ১৭ আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত শনিবার ও রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-পুঁইছড়ি এলাকার মৃত হাব্বান আলীর ছেলে আহমদ কবির; গন্ডামারা এলাকার মৃত ভেট্টা মিয়ার ছেলে মো. ইলিয়াছ, মৃত আব্দুর রশিদের ছেলে রফিক উদ্দীন; মিনজিরিতলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে ছাবের আহমদ, আব্দুস সাত্তারের ছেলে রশিদ আহমদ; চাম্বল এলাকার জাহেদ আহমদের ছেলে মো. হারুণ; ছনুয়া এলাকার আবু জাফরের ছেলে আব্দুল হালিম, আব্দুস ছবুরের ছেলে আবু জাফর, আব্দুল খালেকের ছেলে সাইফুল করিম, আব্দুস ছবুরের ছেলে ডা. মো. ছগির; শেখেরখীল এলাকার কামাল আহমদের ছেলে আতাউর রহমান মানিক, নুর মোহাম্মদের ছেলে মো. হারুণ, নজির আহমদের ছেলে মো. কাউছার, চাম্বলের মোকতার আহমদের ছেলে বাদশা মিয়া ও ইলিয়াছ; গন্ডামারা এলাকার মো. নবীর ছেলে জাহাঙ্গীর আলম; বৈলছড়ি এলাকার ফরিদ আহমদের ছেলে মো. ইউসুফ এবং সরলের লালু চন্দ্র দের ছেলে অমল কান্তি দে। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাঁশখালীকে অপরাধমুক্ত করতে থানা-পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত