Ajker Patrika

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৪: ১৫
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার উত্তর চরকাদিরা এলাকায় স্ত্রী রুবিনা আক্তার হত্যা মামলায় স্বামী লিটন হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় প্রদান করেন। 

রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি লিটন হোসেন। দণ্ডপ্রাপ্ত আসামি কমলনগর উপজেলার উত্তর চরকাদিরা এলাকার চৌধুরী মাঝির ছেলে। রুবিনা আক্তার একই এলাকার নুরনবী মাঝির মেয়ে। 

বিষয়টি নিশ্চিত করে জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন জানান, স্ত্রী হত্যা মামলায় স্বামী লিটন হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান তিনি। 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, জেলার কমলনগর উপজেলার উত্তর চরকাদিরা এলাকায় ২০১৮ সালের ১৩ এপ্রিল রাতে পারিবারিক বিরোধে স্ত্রী রুবিনা আক্তারকে হত্যা করা হয়। এরপর মরদেহ বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছেন বলে প্রচারণা চালান স্বামী লিটন। পরদিন সকালে নিহত রুবিনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ওই দিন কমলনগর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশারেফ হোসেন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করেন। এর তিন মাস পর ময়নাতদন্তের প্রতিবেদনে রুবিনা আক্তারকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসকেরা। পরে পুলিশের ওই অপমৃত্যু মামলাকে ৮ জুলাই স্বামী লিটন হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। একই বছরের ৩১ আগস্ট লিটন হোসেনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে প্রায় চার বছর পর আজ এই মামলার রায় দেন আদালত। 

জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রী হত্যা মামলায় স্বামী লিটন হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত