প্রতিনিধি, লক্ষ্মীপুর
৯৫ বছর বয়সী অসুস্থ পিতাকে উঠানে ফেলে রেখেছেন বিত্তশালী সন্তানেরা। এই বৃদ্ধকে বাইরে পড়ে থাকতে দেখে প্রশাসনকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দুজন ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন ও রাসেল ইকবাল ঘটনাস্থলে যান। ম্যাজিস্ট্রেটদের সামনেও বৃদ্ধ শফিকুল ইসলামকে ঘরে তুলতে ছেলেরা অপারগতা প্রকাশ করলে বড় মেয়ে সুরাইয়া আক্তার বাবাকে নিতে আগ্রহ প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে করে অসুস্থ শফিকুলকে সুরাইয়ার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মেঘনা রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন। চলতি বছরের জানুয়ারিতে স্ত্রীর মৃত্যুর পর একা হয়ে পড়েন শফিকুল ইসলাম। এর দুই বছর আগে তিনি সন্তানদের সব সম্পত্তি ভাগ করে দেন। তাঁর এক ছেলে বর্তমানে বিজিবিতে কর্মরত। তাঁর নাম জাহাঙ্গীর আলম। শাহ আলম নামে আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত। এ ছাড়া আলমগীর হোসেন বিদেশে থাকেন, বর্তমানে ছুটি নিয়ে দেশে রয়েছেন। আরেক ছেলে মারা গেছেন। জীবিত তিন ছেলেই প্রতিষ্ঠিত, লক্ষ্মীপুর পৌর ১ নম্বর ওয়ার্ডে সবারই বিলাসবহুল বাড়ি আছে। এত কিছুর মাঝেও ঘরে ঠাঁই হলো না বৃদ্ধ বাবা শফিকুল ইসলামের। বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করলেন তাঁদের সবাই।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, বৃদ্ধ লোকটি অসুস্থ হওয়ায় কোনো ছেলে রাখতে চাচ্ছে না। তাই তাঁরা বাড়ির বাইরে ফেলে রেখেছেন। পরে অসুস্থ শফিকুলের এক মেয়ে এসে তাঁকে নিতে ইচ্ছা পোষণ করেন। আমরা আমাদের ব্যবস্থাপনায় তাঁকে মেয়ের বাড়ি দিয়ে আসি।
এ ঘটনার জেরে বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসান। বৃদ্ধ শফিকুল ইসলামের তিন ছেলে, তাঁদের স্ত্রী এবং স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠক হয়। একপর্যায়ে সবাই অপরাধ স্বীকার করে বৃদ্ধ বাবাকে ঘরে তুলে নিতে রাজি হয়। ভবিষ্যতে বাবার কোনো অবহেলা হবে না মর্মে প্রতিশ্রুতিও দেন। এ সময় শহর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই কাউছারুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা মিয়াসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
শফিকুলের ছেলে শাহ আলম বিপু (সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত) ও আলমগীর হোসেন জানান, পারিবারিক বিরোধের কারণে বাবার সঙ্গে অন্যায় করা হয়েছে। এটার জন্য ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর হবে না।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ জানান, পারিবারিক বিরোধে বৃদ্ধ শফিকুল ইসলামের সঙ্গে অন্যায় করা হয়েছে। তাঁকে ঘর থেকে বের করে উঠানে ফেলে রাখা হয়, যা সম্পূর্ণ অন্যায় ও অপরাধ। বিকেলে সন্তানদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করা হয়েছে। ভবিষ্যতে শফিকুল ইসলামের সঙ্গে আর কোনো ছেলে এ ধরনের অপরাধ করলে পিতা-মাতার ভরন-পোষণ আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৯৫ বছর বয়সী অসুস্থ পিতাকে উঠানে ফেলে রেখেছেন বিত্তশালী সন্তানেরা। এই বৃদ্ধকে বাইরে পড়ে থাকতে দেখে প্রশাসনকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দুজন ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন ও রাসেল ইকবাল ঘটনাস্থলে যান। ম্যাজিস্ট্রেটদের সামনেও বৃদ্ধ শফিকুল ইসলামকে ঘরে তুলতে ছেলেরা অপারগতা প্রকাশ করলে বড় মেয়ে সুরাইয়া আক্তার বাবাকে নিতে আগ্রহ প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে করে অসুস্থ শফিকুলকে সুরাইয়ার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মেঘনা রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন। চলতি বছরের জানুয়ারিতে স্ত্রীর মৃত্যুর পর একা হয়ে পড়েন শফিকুল ইসলাম। এর দুই বছর আগে তিনি সন্তানদের সব সম্পত্তি ভাগ করে দেন। তাঁর এক ছেলে বর্তমানে বিজিবিতে কর্মরত। তাঁর নাম জাহাঙ্গীর আলম। শাহ আলম নামে আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত। এ ছাড়া আলমগীর হোসেন বিদেশে থাকেন, বর্তমানে ছুটি নিয়ে দেশে রয়েছেন। আরেক ছেলে মারা গেছেন। জীবিত তিন ছেলেই প্রতিষ্ঠিত, লক্ষ্মীপুর পৌর ১ নম্বর ওয়ার্ডে সবারই বিলাসবহুল বাড়ি আছে। এত কিছুর মাঝেও ঘরে ঠাঁই হলো না বৃদ্ধ বাবা শফিকুল ইসলামের। বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করলেন তাঁদের সবাই।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, বৃদ্ধ লোকটি অসুস্থ হওয়ায় কোনো ছেলে রাখতে চাচ্ছে না। তাই তাঁরা বাড়ির বাইরে ফেলে রেখেছেন। পরে অসুস্থ শফিকুলের এক মেয়ে এসে তাঁকে নিতে ইচ্ছা পোষণ করেন। আমরা আমাদের ব্যবস্থাপনায় তাঁকে মেয়ের বাড়ি দিয়ে আসি।
এ ঘটনার জেরে বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসান। বৃদ্ধ শফিকুল ইসলামের তিন ছেলে, তাঁদের স্ত্রী এবং স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠক হয়। একপর্যায়ে সবাই অপরাধ স্বীকার করে বৃদ্ধ বাবাকে ঘরে তুলে নিতে রাজি হয়। ভবিষ্যতে বাবার কোনো অবহেলা হবে না মর্মে প্রতিশ্রুতিও দেন। এ সময় শহর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই কাউছারুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা মিয়াসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
শফিকুলের ছেলে শাহ আলম বিপু (সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত) ও আলমগীর হোসেন জানান, পারিবারিক বিরোধের কারণে বাবার সঙ্গে অন্যায় করা হয়েছে। এটার জন্য ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর হবে না।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ জানান, পারিবারিক বিরোধে বৃদ্ধ শফিকুল ইসলামের সঙ্গে অন্যায় করা হয়েছে। তাঁকে ঘর থেকে বের করে উঠানে ফেলে রাখা হয়, যা সম্পূর্ণ অন্যায় ও অপরাধ। বিকেলে সন্তানদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করা হয়েছে। ভবিষ্যতে শফিকুল ইসলামের সঙ্গে আর কোনো ছেলে এ ধরনের অপরাধ করলে পিতা-মাতার ভরন-পোষণ আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫