Ajker Patrika

ছিনতাই নাটক সাজিয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

চট্টগ্রাম, নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০: ৫৬
ছিনতাই নাটক সাজিয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

ক্লিফটন গ্রুপের পিয়ন মো. আব্দুল রহিম রিপন (৩১)। দীর্ঘদিন ধরে চাকরি করায় প্রতিষ্ঠানের বেশ বিশ্বস্ত ছিলেন। এই সুযোগকে পুঁজি করে প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা আত্মসাতের নাটক সাজান তিনি। ব্যাংক থেকে গ্রুপের টাকা তুলবার পর গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের নাটক সাজান তিনি। ব্যাপারটিকে বিশ্বাসযোগ্য করতে মেডিকেলেও ভর্তি হন। তবে শেষ রক্ষা হয়নি এই প্রতারকের।

গতকাল বুধবার বিকেলে এই ঘটনায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। এ ঘটনায় তাঁর সহযোগী মো. সেলিমকেও (৩৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ক্লিপটন গ্রুপের হিসাবরক্ষক মো. সাহেদ, নগদ ১০ লাখ টাকার চেক দিয়ে তা উত্তোলনের জন্য ব্র্যাক ব্যাংকে পাঠান পিয়ন রিপনকে। তবে রিপন চেক নিয়ে ব্যাংকে গেলেও ব্যাংক থেকে বের হয়ে আর অফিসে আসেন নি। এ সময় অফিসের জিএম ওয়াহিদ ব্র্যাক ব্যাংকের কাজীর দেউড়ি শাখায় গিয়ে পিয়ন রিপনকে খোঁজাখুঁজি করেও তাঁর হদিস পাননি। পরে রিপনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। 

পরে পুলিশ এ ঘটনায় তদন্তে নামলে রিপন জানায়, ব্যাংকে টাকা তুলে ফেরার সময় নূপুর মার্কেটের সামনে ডিবি পরিচয়ধারী দুজন ব্যক্তি তাঁর নামে ওয়ারেন্ট আছে বলে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে নিয়ে ছিনতাই করে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ছিনতাইয়ের টাকা আত্মসাতের জন্য সে শারীরিকভাবে অসুস্থ ও মাথায় আঘাত পাওয়ার অভিনয় করে। আসামির শারীরিক অবস্থা দেখে তাঁর পরিবারের লোকজন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে ভর্তি করাতে বললে আসামির পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করে। 

নেজাম উদ্দিন আরও বলেন, পরে জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের নাটক সাজানোর কথা স্বীকার করে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে সে ওই টাকা তাঁর বন্ধুর কাছে আছে বলে জানায়। পরবর্তীতে অভিযান চালিয়ে টাকাসহ তাঁর বন্ধুকে গ্রেপ্তার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত