Ajker Patrika

শাটল ট্রেনে সিট দখল দ্বন্দ্বে শিক্ষার্থীর মাথা ফাটালেন ছাত্রলীগকর্মীরা

চবি প্রতিনিধি
শাটল ট্রেনে সিট দখল দ্বন্দ্বে শিক্ষার্থীর মাথা ফাটালেন ছাত্রলীগকর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সিট ধরাকে কেন্দ্র করে বাদানুবাদে জড়িয়ে এক ছাত্রের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুর ক্যাম্পাস থেকে শহরগামী দেড়টার শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। 

আহত ছাত্রের নাম সুজিত চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। 

অন্যদিকে অভিযুক্ত কয়েকজন হলেন-বাংলা বিভাগের আকিব জাভেদ ওরফে আবির আহমেদ ও ফারসি বিভাগের আনিস। দুজনেই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁদের সঙ্গে আরও কয়েকজন থাকলেও পরিচয় জানা যায়নি। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী বলে জানা গেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজন শিক্ষার্থী সুজিত নামের এক ছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছে বলে শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখব।’ 

এ দিকে মাথায় আঘাতজনিত ব্যথার কারণে ভুক্তভোগী সুজিত চৌধুরী কথা বলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে তাঁর এক বন্ধু বলেন, ‘দুপুর দেড়টার শাটল ট্রেনে আনিস তাঁর বন্ধুর জন্য সিট ধরে। কিন্তু সেখানে এক আপু বসতে চায়। শাটলে অন্য কারো জন্য সিট ধরার নিয়ম না থাকায় সুজিত ওই আপুর পক্ষ নিয়ে আনিসকে বুঝায়। কিন্তু ওই সময় ট্রেন ফতেয়াবাদ স্টেশনে পৌঁছালে কয়েকজন আনিসকে ঘাড় ধাক্কা দিয়ে বগি থেকে ফেলে দেয়। পরে আনিস তার বন্ধুদের ডেকে ক্যান্টনমেন্ট স্টেশনে সুজিতকে আঘাত করে। এদের মধ্যে আকিবও ছিল।’ 

এ বিষয়ে জানতে আকিব জাভেদ ও আনিসের ফোন নম্বরে কল করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। 

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা আমি শুনি নাই। আমার কাছে কোনো অভিযোগও আসে নাই। কোনো ঘটনা ঘটলে তো সাথে সাথে আমাদের কাছে খবর আসার কথা। কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাইনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত