নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পথচারীকে ছুরি মেরের টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তরা হলেন-মো. রাজু (২৪), আসিফুল ইসলাম (১৯) ও ইব্রাহীম খলিল রিয়াদ (২৯)।
সিএমপি জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহাদত হুসেন রাসেল বলেন, আকবরশাহ থানাধীন নিউ মনসুরাবাদে একটি বাস কাউন্টারের সামনে মজিবুল হক নামে একজনকে ছুরি মেরে তাঁর কাছ থেকে নগদ ১ হাজার ৪০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। এ ঘটনায় আকবরশাহ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরে পুলিশ আকবরশাহ এলাকার মমতা ক্লিনিকের গলি থেকে প্রথমে দুজনকে গ্রেপ্তার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী বাসা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত স্টিলের টিপ ছোরা ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়েছে।
উপপুলিশ কমিশনার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজুর বিরুদ্ধে পাহাড়তলী ও আকবর শাহ থানায় দায়ের করা ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারী। এ ছাড়া আসিফুলের বিরুদ্ধে আকবরশাহ থানায় একটি মামলা রয়েছে।
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পথচারীকে ছুরি মেরের টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তরা হলেন-মো. রাজু (২৪), আসিফুল ইসলাম (১৯) ও ইব্রাহীম খলিল রিয়াদ (২৯)।
সিএমপি জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহাদত হুসেন রাসেল বলেন, আকবরশাহ থানাধীন নিউ মনসুরাবাদে একটি বাস কাউন্টারের সামনে মজিবুল হক নামে একজনকে ছুরি মেরে তাঁর কাছ থেকে নগদ ১ হাজার ৪০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। এ ঘটনায় আকবরশাহ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরে পুলিশ আকবরশাহ এলাকার মমতা ক্লিনিকের গলি থেকে প্রথমে দুজনকে গ্রেপ্তার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী বাসা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত স্টিলের টিপ ছোরা ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়েছে।
উপপুলিশ কমিশনার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজুর বিরুদ্ধে পাহাড়তলী ও আকবর শাহ থানায় দায়ের করা ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারী। এ ছাড়া আসিফুলের বিরুদ্ধে আকবরশাহ থানায় একটি মামলা রয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫