Ajker Patrika

মালয়েশিয়ায় রোহিঙ্গা পাচারকালে দালালসহ ৫৭ জন আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২: ০৮
মালয়েশিয়ায় রোহিঙ্গা পাচারকালে দালালসহ ৫৭ জন আটক

অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে নারী-শিশুসহ ৫৭ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর মধ্যে ৫৪ জন রোহিঙ্গা এবং পাচারে জড়িত দুজন সক্রিয় দালাল ও স্থানীয় একজন। আজ শুক্রবার ভোররাতে টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাঁদের আটক করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এই র‍্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ জন রোহিঙ্গা, দুজন দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। 

আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে তানভীর হাসান বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল রোহিঙ্গাদের।

এ বিষয়ে আরও বিস্তারিত বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত