Ajker Patrika

ভান্ডারিয়ায় জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি
ভান্ডারিয়ায় জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে পিটিয়ে হত্যা

ভান্ডারিয়া (পিরোজপুর): পিরোজপুরের ভান্ডারিয়ায় জাল পাতা নিয়ে তর্কের জেরে পরেশ হাওলাদার (৬০) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করেছে অপর তিন জেলে। ২৫ এপ্রিল রোববার রাতে উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘরে। এ ঘটনায় পুলিশ একই গ্রামের নির্মল হাওলাদার (৬৫) ও তাঁর ছেলে সুব্রতা হাওলাদারকে (২৫) কে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও নিহতের পরিবার বলছে, রোববার রাত সোয়া নয়টার দিকে স্থানীয় পশারীবুনিয়া নাথপাড়া জুগির খালে বাধা জাল পাততে যান নির্মল হাওলাদার, তাঁর ছেলে সুব্রতা হাওলাদার ও স্থানীয় মাধব চন্দ্র মিস্ত্রির ছেলে নারায়ণ মিস্ত্রী। ওই জায়গায় নিয়মিত বেসন জাল পাতেন পরেশ মিস্ত্রি। তাই তিনি ওই তিনজনকে বাধা জাল পাততে নিষেধ করেন । এতে ওই তিনজন ক্ষিপ্ত হয়ে পরেশ হালদারকে মারধর করলে পরেশ হালদারের মৃত্যু হয়।

নিহতের চাচাতো বোন মিতু জানান, বাগবিতণ্ডা শুনে আমি ঘরের সামনে গিয়ে দেখলাম, আমার চাচাতো ভাই পরেশ দৌড়ে বাড়িতে ঢুকছে আর বলছে আমাকে ধর; ওরা আমাকে মেরে ফেলবে। এসময় পিছনে নারয়ণ ও শুভকে দেখি। নারায়ণের হাতে তখন লাঠি ছিল।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস পরেশ হাওলাদারের মৃত্যুর খবর  নিশ্চিত করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত