Ajker Patrika

গরু চরানো নিয়ে সংঘর্ষ, নিহত কৃষক

সুনামগঞ্জ প্রতিনিধি
গরু চরানো নিয়ে সংঘর্ষ, নিহত কৃষক

সুনামগঞ্জের সদর উপজেলায় গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শুকুর আলী (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শুকুর আলী সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মুসলিমপুর গ্রামে শুক্কুর মিয়া তাঁর গুরুকে ঘাস খাওয়ানোর জন্য গ্রামের পাশে ধান খেতে নিয়ে যান। এ সময় নায়েব আলী তাঁকে নিষেধ করেন। একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে পাশে থাকা নায়েব আলীর চার ছেলে ময়না মিয়া, লিটন মিয়া, আনোয়ার হোসেন ও আইনুল মিয়া শুক্কুরের ওপর হামলা চালান। 

খবর পেয়ে শুক্কুর মিয়ার লোকজন ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় শুকুর আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত