Ajker Patrika

মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

প্রতিনিধি, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় চোরাই মোটরসাইকেল সহ দেলোয়ার (২২) নামের একজনকে আটক করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত দেলোয়ার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মো. আলি আকবর মোল্লার ছেলে।

জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘুরিয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে আতিকুল ইসলামের মুন্সী টিম্বার এন্ড স’মিলের সামনে থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে ধরে পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত  পালসার ১৫০ সিসি’র মোটরসাইকেলটির মালিক আতিকুল ইসলাম।

এবিষয়ে হাসাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে সহ মোটরসাইকেলটি কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত