ফারুক মেহেদী, ঢাকা
উত্তরা ক্লাব, সানলাইফ ইনস্যুরেন্স ও হোটেল আমারি ঢাকার প্রায় ৩৪ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের আওতায় এসব ভ্যাটদাতা কোম্পানি ও প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে এই ভ্যাট ফাঁকি দিয়েছে। সম্প্রতি বিশেষ তদন্তে তাদের ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। তাদের অবিলম্বে ফাঁকি দেওয়া ভ্যাট সরকারি তহবিলে জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, সম্প্রতি উত্তরা ক্লাব লিমিটেডের ২০১০ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের যাবতীয় নথিপত্র যাচাই করে প্রতিষ্ঠানটির ৭ কোটি ৩৭ লাখ ৭৯৭ টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ে। সুদ ছাড়াই এই ফাঁকি দেওয়া ভ্যাট পরিশোধের জন্য উত্তরা ক্লাবকে দফায় দফায় তাগাদা দেওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। পরে তাদের পুরো টাকা ছয়টি কিস্তিতে দেওয়ার নির্দেশ দেয় ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট। সর্বশেষ কিস্তি পরিশোধ করতে হবে ১৫ ডিসেম্বরের মধ্যে। এ সময়ের মধ্যে কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কিস্তি সুবিধা বাতিলের হুঁশিয়ারি দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ভ্যাট কর্তৃপক্ষের পক্ষ থেকে।
উত্তরা ক্লাবের মতো কারিশমা সার্ভিসেস লিমিটেড বা ঢাকা আমারি হোটেলেরও ১২ কোটি ৯৭ লাখ টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। এ প্রতিষ্ঠানকেও কয়েক দফা কারণ দর্শানোর নোটিশ দিয়ে ভ্যাট পরিশোধের তাগাদা দেওয়া হয়। তাদেরও ফাঁকি দেওয়া ভ্যাট সরকারি তহবিলে জমা দিতে বলা হয়েছে।
একই ভাবে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির ১৩ কোটি ২১ লাখ ২৬ হাজার টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। এ ব্যাপারে কোম্পানিটিকে দফায় দফায় ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে শুনানিতে ডাকা হলেও তারা হাজির হয়নি। সুদ ছাড়া ফাঁকি দেওয়া ভ্যাট অবিলম্বে পরিশোধের জন্য এ ইনস্যুরেন্স কোম্পানিকে নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট।
এসব বিষয়ে ঢাকা উত্তর ভ্যাটের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এগুলোসহ আরও কয়েকটি ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে ফাঁকি দেওয়া ভ্যাট পরিশোধে একাধিকবার নোটিশ করেছি। কেউ কেউ সাড়া দিলেও অনেকে সময় চাইছে, আবার বকেয়া রাখছে।’
উত্তরা ক্লাব, সানলাইফ ইনস্যুরেন্স ও হোটেল আমারি ঢাকার প্রায় ৩৪ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের আওতায় এসব ভ্যাটদাতা কোম্পানি ও প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে এই ভ্যাট ফাঁকি দিয়েছে। সম্প্রতি বিশেষ তদন্তে তাদের ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। তাদের অবিলম্বে ফাঁকি দেওয়া ভ্যাট সরকারি তহবিলে জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, সম্প্রতি উত্তরা ক্লাব লিমিটেডের ২০১০ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের যাবতীয় নথিপত্র যাচাই করে প্রতিষ্ঠানটির ৭ কোটি ৩৭ লাখ ৭৯৭ টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ে। সুদ ছাড়াই এই ফাঁকি দেওয়া ভ্যাট পরিশোধের জন্য উত্তরা ক্লাবকে দফায় দফায় তাগাদা দেওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। পরে তাদের পুরো টাকা ছয়টি কিস্তিতে দেওয়ার নির্দেশ দেয় ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট। সর্বশেষ কিস্তি পরিশোধ করতে হবে ১৫ ডিসেম্বরের মধ্যে। এ সময়ের মধ্যে কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কিস্তি সুবিধা বাতিলের হুঁশিয়ারি দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ভ্যাট কর্তৃপক্ষের পক্ষ থেকে।
উত্তরা ক্লাবের মতো কারিশমা সার্ভিসেস লিমিটেড বা ঢাকা আমারি হোটেলেরও ১২ কোটি ৯৭ লাখ টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। এ প্রতিষ্ঠানকেও কয়েক দফা কারণ দর্শানোর নোটিশ দিয়ে ভ্যাট পরিশোধের তাগাদা দেওয়া হয়। তাদেরও ফাঁকি দেওয়া ভ্যাট সরকারি তহবিলে জমা দিতে বলা হয়েছে।
একই ভাবে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির ১৩ কোটি ২১ লাখ ২৬ হাজার টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। এ ব্যাপারে কোম্পানিটিকে দফায় দফায় ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে শুনানিতে ডাকা হলেও তারা হাজির হয়নি। সুদ ছাড়া ফাঁকি দেওয়া ভ্যাট অবিলম্বে পরিশোধের জন্য এ ইনস্যুরেন্স কোম্পানিকে নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট।
এসব বিষয়ে ঢাকা উত্তর ভ্যাটের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এগুলোসহ আরও কয়েকটি ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে ফাঁকি দেওয়া ভ্যাট পরিশোধে একাধিকবার নোটিশ করেছি। কেউ কেউ সাড়া দিলেও অনেকে সময় চাইছে, আবার বকেয়া রাখছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫