পাহাড়ি ঢলে ভাঙল কাঠের সেতু, যোগাযোগবিচ্ছিন্ন আড়াই হাজার মানুষ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী পাড়ের ভারত সীমান্তবর্তী ভবানীপুর গ্রামের প্রায় আড়াই হাজার মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন কাঠের সেতুটি ভেঙে গেছে। গতকাল মঙ্গলবার সেতুটি পাহাড়ি ঢলে আসা পানির তোড়ে ভেঙে যায়। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের মানুষ।