পাকুন্দিয়ায় শাপলা তুলতে ডোবায় নেমে প্রাণ হারাল ২ শিশু
মৃত দুই শিশু হলো, উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ (৯) ও চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে তামহীদ (১০)। তারা দুজন চরকাওনা রিয়াজুল জান্নাত হাফিজিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।