২ একরজুড়ে বটগাছ, ক্ষমা চেয়ে করা হয় পূজা
কেউ বলেন শতবর্ষী, আবার কেউ বলেন ৩০০ বছরের পুরোনো। বয়স যতই হোক না কেন, সুরমা চা বাগানের প্রকাণ্ড বটগাছ দেখে মুগ্ধ হননি এমন সংখ্যা কম। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর সেকশনে পুরোনো এ বটগাছ প্রায় পৌনে দুই একর জায়গা জুড়ে বিস্তৃত...