২৫ হাজার প্রাণের ঝুঁকি: একটি সেতুর অপেক্ষায় দশ গ্রাম
রোববার সকাল ৯টা। পালপাড়া ঘাটে জমেছে মানুষের ভিড়। কাঁধে ব্যাগ, হাতে বই, সন্তর্পণে পা ফেলে সাঁকো পার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কেউ সাইকেলে, কেউ মোটরসাইকেলে—সবারই চোখেমুখে উৎকণ্ঠা। ভারী যানবাহনের কোনো সুযোগ নেই। বর্ষায় সাঁকো ডুবে গেলে ভরসা শুধু নৌকা।