‘ছাগল চোর’ ডাকায় ক্ষিপ্ত হয়ে শিশুকে হত্যার পর মাটিচাপা দেয় কিশোর: পুলিশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু রোমান মিয়া হত্যায় মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর সম্প্রতি একটি ছাগল চুরি করে। এরপর থেকে তাকে ছাগল চোর বলে ডাকায় সে ক্ষিপ্ত হয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা করে।