দিনাজপুরে ‘বৃষ্টির মতো’ ঝরছে কুয়াশা, হাড়কাঁপানো শীতে নাকাল জনজীবন
কথায় আছে-‘মাঘের শীতে বাঘেও কাঁপে’। প্রচলিত সেই বাক্য যেন বাস্তব হয়ে দেখা দিল উত্তরের জেলা দিনাজপুরে। মাঘের শুরু থেকেই শীতের দাপট তীব্র হতে শুরু করেছে এই অঞ্চলে। বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। আজ বৃহস্পতিবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস...