সিরাজগঞ্জে আ.লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বিএনপির ১৬৪ নেতা-কর্মীর নামে মামলা
সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ১০০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কালিয়া হরিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।