আগামী ২৪ ডিসেম্বর থেকে সরকার পতনের একদফা আন্দোলন: বিএনপি নেতা দুলু
আগামী ২৪ ডিসেম্বর থেকে সরকার পতনের জন্য বিএনপি একদফা আন্দোলন করবে বলে জানিয়েছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শনিবার দুপুরে শহরের আলাইপুর কার্যালয়ে জেলার বিভিন্ন ইউনিট নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি নেতা দুলু।