বর পৌঁছানোর আগে কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা
বরের আসন থেকে শুরু করে বিয়ের সকল আয়োজনের প্রস্তুতি শেষ। রান্নাও চলছিল বর পক্ষ ও আত্মীয়স্বজনের জন্য। বর পৌঁছালেই বিয়ে হবে, এমন অপেক্ষায় কনেপক্ষ! কিন্তু বর পৌঁছানোর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অভিযানে বন্ধ হয় দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর বাল্যবিয়ে।