তালাবদ্ধ ঘরে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ, স্ত্রী আটক
সাতক্ষীরার শ্যামনগরে নিজ বাড়ি থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার বলছে, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী হত্যা করেছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ওই যুবকের স্ত্রীকে আটক করে পরিবারের সদস্যরা।