বেঁচে থেকেও মৃত সরকারি নথিতে
`ভাতার টাহা উডাইতে সমাজ কল্যাণে গেছি। হেরা আমারে কয় আমনে মিত্তু (মৃত)। আমনে বয়স্ক ভাতা পাইবেন কই। অহন কি করমু আমি? হেরা নির্বাচন অফিসে যাইতে কইলো। হ্যানেও গেছি। হ্যারাও কি জানি টিপাটাপি কইরা দেইখ্যা কইলো আমনে তো মিত্তু, আমনের নাম তো মিত্তু দ্যাখাইন্যা হইছে। আমনে ভোট দিবেনইবা ক্যামনে আর ভাতাই পাইবেন