স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ দিন ধরে অ্যাম্বুলেন্স-সেবা বন্ধ
চালক না থাকায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স-সেবা ১২ দিন ধরে বন্ধ রয়েছে। সেবা না পেয়ে উপজেলার মানুষের ভরসা এখন বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস অথবা সিএনজিচালিত অটোরিকশা। ফলে বাড়তি ভাড়াসহ চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে রোগী ও স্বজনদের।